ভালোবাসায় তুলনা- কক্ষনো নয়, কোনোভাবেই নয়


হাজার ব্যস্ততার ভিড়েও মানুষ চায় কেউ তার পাশে থাকুক, কেউ তার কথা শুনুক, কেউ তাকে একটু ভালোবাসুক। কিন্তু এই যান্ত্রিক জীবনে আমাদের চাওয়া পাওয়াগুলোও যেন হয়ে যাচ্ছে অনেক বেশি প্রতিযোগিতা পূর্ণ। অবাক হয়ে লক্ষ্য করবেন এখন চারদিকে নিজের প্রিয় মানুষটিকে নিয়ে তুলনার খেলা চলে।
ধরুন কোন বন্ধু বান্ধবের আড্ডায়- কার বউ বেশি সুন্দর, কার স্বামী বড় চাকুরী করে , কে শ্বশুর বাড়ি থেকে বেশি উপহার পেল এ কথা গুলো হাস্যরসিকতার ভেতর দিয়ে চলতে থাকে। আবার ইয়াং জেনারেশনে মেয়েদের গল্প করার একটা বিরাট অংশ জুড়ে থাকে তো কার বয়ফ্রেন্ড বেশি হ্যান্ডসাম , কতটা কেয়ারিং, কতটা দামি গিফট কে পায়, কয়বার দেখা করতে আসে, কতবার ফোন দেয়, কতটা অনুগত ইত্যাদি ইত্যাদি। ছেলেরা যে কিছু বলে না এমনটা ভাবার কারণ নেই। কিছু ছেলের তো মানসিকতাই এমন থাকে তার সঙ্গিনী এমন হবে যেন আশপাশের মানুষ তাকিয়ে থাকবে। এছাড়া কার গার্ল ফ্রেন্ড কত বড়লোক বাবার কন্যা, কতটা ডমিনেট করা যায়, খাবারে বিল দেয় কে, রান্না করে নিয়ে আসে ইত্যাদি যেন গর্বের একটা আলাদা মাত্রা যোগ করে।
কিন্তু খেয়াল করে দেখুন, হয়তো এই তুলনা বা গল্পের ছলে বলা কথা গুলো কীভাবে আপনার জীবনে প্রভাব ফেলছে। আড্ডায় এই কথা গুলোকে তেমন কিছুই মনে হয় না কিন্তু বাসায় আসুন বা একা থাকার সময় কিন্তু ঠিক আপনি আপনার বন্ধু না কলিগের বউ বা প্রেমিকার সাথে নিজের বউ বা প্রেমিকার তুলনা করা শুরু করে দিচ্ছেন, অনেকটা মনের অজান্তেই। হয়তো ভেবে দেখছেন আপনার বন্ধুটি আপনার চেয়ে খারাপ দেখতে, ছাত্রও খারাপ কিন্তু তার প্রেমিকা আপনার প্রেমিকার চেয়ে দেখতে সুন্দর। আবার হয়তো দেখবেন আপনি সারাদিন আপনার প্রেমিককে ফোন দেন, রান্না করে খাওয়ান, কম্প্রোমাইজ করেন, কিন্তু তারপরও প্রায় ই ঝগড়া হয়। অথচ আপনার বেস্ট ফ্রেন্ড যে নিজেই আগ বাড়িয়ে ঝগড়া করতে চায়, সন্দেহ বাতিক গ্রস্থ কিন্তু তার সম্পর্কটি আপনার চেয়ে ভালো ভাবে যাচ্ছে।
এই ছোট ছোট তুলনা গুলো একসময় বড় হয়ে আপনার ওপর প্রভাব ফেলে। শুরু হয় দাম্পত্য কলহ আর অভিমানের। নিজের ভেতরেও সৃষ্টি হয় হতাশা। নিজেকে ছোট মনে হয় অন্যদের চেয়ে। মনে হয় আপনি হেরে যাচ্ছেন বন্ধুদের কাছে। আর এমন তা চলতে থাকে বলেই বাড়ছে ডিভোর্স আর ব্রেক আপের সংখ্যা। ব্রেক আপ করে খুঁজে নিচ্ছেন বাহ্যিক ভাবে আগের চেয়ে ভালো কেউ। এতেই কি সমস্যার সমাধান হচ্ছে? শুধু কি পারফেক্ট লুক আর স্ট্যাটাসই প্রধান একটি সম্পর্কে?
নতুন সঙ্গীটির সাথে তো আপনার মানসিকতার মিল নাও হতে পারে। হয়তো দেখা গেলো যেমনটা ভেবেছিলেন সে তার বিপরীত। যে মানুষটার সাথে হয়তো আপনি ছিলেন জীবনের ৫ বছর সে একটা নতুন মানুষের চেয়ে আপনাকে বেশি বুঝবে এটাই তো স্বাভাবিক। শুধুমাত্র এই সব তুলনা আর লোক দেখানো অহংকার করতে গিয়ে আপনি যে কখন ভুল করে ফেলছেন সঙ্গীকে যেতে দিয়ে, তা যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে।
তাই আপনার সঙ্গী যেমন তাকে সেভাবেই মেনে নিন, আরেকজনের সাথে তুলনাতে নয় নিজেই সঙ্গীর গুণ আবিষ্কার করুন। মনে রাখবেন, সবার সম্পর্কেই কোন না কোন দুর্বলতা আছে। কোন সম্পর্কই পারফেক্ট নয়। আপনি কাউকে ভালোবাসছেন তার সাথে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য, ভালোবাসাময় সংসারের জন্য। যেখানে আপনাদের তুলনা হবেন শুধু আপনারাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন