প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে নারীর বেশ ধারী পুরুষ আর পুরুষ বেশ ধারী নারীর বিচরণ কি আছে?

প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ।
আমাদের সমাজে নারীর বেশ ধারী পুরুষ আর
পুরুষ বেশ ধারী নারীর বিচরণ কি আছে? উত্তর
আমাদের সকলের জানা। সুতরাং আসুন, আল্লাহর
নিকট দুয়া করি, আল্লাহ যেন আমাদের এই সব
যুবক-যুবতীদেরকে হেদায়াত করেন আর
আল্লাহর রাসূলের অভিশাপ থেকে রক্ষা করেন।
এবার নিচের হাদীগুলো মনোযোগ দিয়ে
পড়ুন। ধন্যবাদ।
ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ ﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ
ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻤُﺘَﺸَﺒِّﻬِﻴﻦَ ﻣِﻦْ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﺑِﺎﻟﻨِّﺴَﺎﺀِ
ﻭَﺍﻟْﻤُﺘَﺸَﺒِّﻬَﺎﺕِ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ ﺑِﺎﻟﺮِّﺟَﺎﻝِ
ইবনু আব্বাস (রাযিঃ) বলেন, রাসূল (ছাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘আল্লাহ্ তা’আলা
সেই সব মহিলাদের উপর অভিশাপ করেছেন যারা
পুরুষের বেশ ধারণ করে এবং সে সকল
পুরুষদের উপর অভিশাপ যারা মহিলাদের বেশ ধারণ
করে; (বুখারী, মিশকাত হা/৪৪২৯, বাংলা ৮ম খণ্ড
হা/৪২৩২)।
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ
ﻟَﻌَﻦَ ﺍﻟﺮَّﺟُﻞَ ﻳَﻠْﺒَﺲُ ﻟُﺒْﺴَﺔَ ﺍﻟْﻤَﺮْﺃَﺓِ ﻭَﺍﻟْﻤَﺮْﺃَﺓَ ﺗَﻠْﺒَﺲُ ﻟُﺒْﺴَﺔَ
ﺍﻟﺮَّﺟُﻞِ
আবূ হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূল (ছাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়াসাল্লাম) সেই পুরুষের ওপর অভিশাপ
করেছেন যে, মহিলার পোষাক পরিধান করে
এবং সে মহিলার উপর অভিশাপ করেছেন যে
পুরুষের পোষাক পরিধান করে (আবূদাঊদ, মিশকাত
হা/৪৪৬৯, বাংলা ৮ম খণ্ড, হা/৪২৭০, হাদীছ ছহীহ)।
ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻟَﻌَﻦَ
ﺍﻟْﻤُﺨَﻨَّﺜِﻴﻦَ ﻣِﻦْ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ﻭَﺍﻟْﻤُﺘَﺮَﺟِّﻼَﺕِ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ .
ইবনু আব্বাস (রাযিঃ) বলেন, “নবী (ছাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লাম) হিজড়ার বেশ ধারণকারী
পুরুষের উপর অভিশাপ করেছেন এবং পুরুষ বেশ
ধারণকারী নারীর উপর অভিশাপ
করেছেন।” (বুখারী, মিশকাত হা/৪৪২৮)।
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠﻪِ ﺑْﻦِ ﻳَﺴَﺎﺭٍ ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠﻪِ ﺑِﻦْ ﻋَﻤْﺮٍﻭﻋﻦِ ﺍﻟﻨَﺒِﻲِّ
ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺛَﻼَﺛَﺔٌ ﻻَ ﻳَﺪْﺧُﻠُﻮْﻥَ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺍﻟْﻌَﺎﻕُّ
ﻟِﻮَﺍﻟِﺪَﻳْﻪِ ﻭَﺍﻟﺪَّﻳُّﻮﺙُ ﻭَﺭَّﺟُﻠَﺔَ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ .
ইবনু ওমর (রাযিঃ) বলেন- রাসূল (ছাল্লাল্লাহু ‘আলাইহি
ওয়াসাল্লাম) বলেছেন, ‘তিন শ্রেণীর লোক
জান্নাতে যাবে না- (১) পিতা-মাতার অবাধ্য সন্তান (২)
বাড়ীতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী (৩)
পুরুষের বেশ ধারণকারী নারী’ (নাসাঈ হাদীছ,
ছহীহ্)।
ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﺃَﺑِﻲ ﻣُﻠَﻴْﻜَﺔَ ﻗَﺎﻝَ ﻗِﻴﻞَ ﻟِﻌَﺎﺋِﺸَﺔَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨْﻬَﺎ
ﺇِﻥَّ ﺍﻣْﺮَﺃَﺓً ﺗَﻠْﺒَﺲُ ﺍﻟﻨَّﻌْﻞَ ﻓَﻘَﺎﻟَﺖْ ﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ
ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟﺮَّﺟُﻠَﺔَ ﻣِﻦْ ﺍﻟﻨِّﺴَﺎﺀِ
আবূ মুলায়কা (রাযিঃ) বলেন, একদা আয়েশা (রাযিঃ)-
কে বলা হল, একটি মেয়ে পুরুষের জুতা পরে।
তখন আয়েশা (রাযিঃ) বললেন, “রাসূল (ছাল্লাল্লাহু
‘আলাইহি ওয়াসাল্লাম) পুরুষের বেশধারী নারীর
প্রতি অভিশাপ করেছেন।” (আবূদাঊদ, মিশকাত
হা/৪৪৭০, হাদীছ ছহীহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন