আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বিভিন্ন দোয়া পড়ে বহু রোগীকে আল্লাহর রহমতে সুস্থতা ফিরিয়ে দিয়েছেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে সকল দোয়া
পড়তেন সেগুলোর মধ্যে নিচে একটি দোয়া
বর্ণনা করা হলো।
ﻭَﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃَﻧَّﻪُ ﻗَﺎﻝَ ﻟِﺜَﺎﺑِﺖٍ ﺭَﺣِﻤَﻪُ ﺍﻟﻠﻪ ﺃَﻻَ
ﺃَﺭْﻗِﻴﻚَ ﺑِﺮُﻗْﻴَﺔِ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠﻪِ ﷺ ؟ ﻗَﺎﻝَ :
ﺑَﻠَﻰ، ﻗَﺎﻝَ : ‏« ﺍَﻟﻠﻬﻢ ﺭَﺏَّ ﺍﻟﻨَّﺎﺱِ، ﻣُﺬْﻫِﺐَ ﺍﻟﺒَﺄﺱِ، ﺍِﺷْﻒِ
ﺃَﻧْﺖَ ﺍﻟﺸَّﺎﻓِﻲ، ﻻَ ﺷَﺎﻓِﻲَ ﺇِﻻَّ ﺃﻧْﺖَ، ﺷِﻔَﺎﺀً ﻻَ ﻳُﻐَﺎﺩِﺭُ ﺳَﻘَﻤﺎً
‏». ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি সাবেত
(রাহিমাহুল্লাহ) কে বললেন, আমি কি তোমাকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মন্ত্র
দ্বারা ঝাড়ফুঁক করব না?’ সাবেত বললেন, অবশ্যই।’
আনাস রাদিয়াল্লাহু আনহু এই দোআ পড়লেন,
আল্লাহুম্মা রাববান্না-স, মুযহিবাল বা’স, ইশফি আন্তাশ
শা-ফী, লা শা-ফিয়া ইল্লা আন্ত্, শিফা-আল লা য়্যুগা-দিরু
সাক্বামা।’’ অর্থাৎ হে আল্লাহ! মানুষের প্রতিপালক!
তুমি কষ্ট দূর কর এবং আরোগ্য দান কর।
(যেহেতু) তুমি রোগ আরোগ্যকারী। তুমি ছাড়া
আরোগ্যকারী আর কেউ নেই। তুমি
এমনভাবে রোগ নিরাময় কর, যেন তা রোগকে
নির্মূল করে দেয়।[বুখারি ৫৭৪২, তিরমিযি ৯৭৩, আবু
দাউদ ৩৮৯০, আহমদ ১২১২৩, ১৩৪১১]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন