একবার রাসূল(সা) একটি কাজ নিষিদ্ধ করে

দিলেন। পরে আবার তার অনুমতি দিলেন, কিন্তু
এরপরও কিছু লোক সেই কাজ থেকে বিরত
থাকতে থাকতে লাগলো। রাসূলুল্লাহ (সা)
তাদের এই মানসিকতার কথা জানতে পেরে
একটা ভাষণ দিলেন। (সেই ভাষণে) প্রথমে
আল্লাহর প্রশংসা করলেন। তারপর বললেন কিছু
লোক আমি যে কাজ করি, তা থেকে বিরত
থাকছে কেন?আল্লাহর কসম, আমি আল্লাহ তায়ালা
সম্পর্কে তাদের চেয়ে বেশী জ্ঞান
রাখি এবং আল্লাহ তায়ালাকে তাদের চেয়ে
বেশী ভয় করি। (বোখারী ও মুসলিম,
আয়েশা (রা) থেকে বর্ণিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন